ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আ.বারী ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
Published : Sunday, 8 May, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুরে প্রয়াত প্রধান শিক্ষক মো. আবদুল বারী ফাউন্ডেশনের শুভ উদ্বোধন উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকালে মোহনপুর বাজারে প্রায় ৩০০ জন ও পরে উপজেলার সুলতান ইউনিয়নের ছেঁছড়াপুকুরিয়া প্রয়াত শিক্ষক মো. আবদুল বারী স্যারের নিজ এলাকায় আরও ৫০জন হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো.আবদুল কুদ্দুস সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মো. আবদুল বারী ফাউন্ডেশনের সদস্য মো. মাহবুব হোসেন সবুজ। বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সেবক মো. শাহাদাৎ হোসেন মিঠুর সার্বিক তত্ত্বাবধানে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।  
এ সময় মাহবুব হোসেন সবুজ বলেন, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আবদুল বারী ছিলেন এ এলাকার শিক্ষার বাতিঘর। তিনি জীবিত থাকাকালে এ প্রত্যান্ত অঞ্চলে এসে ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়েছেন। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী আজ দেশের বিভিন্ন উচ্চ পদে সুনামের সাথে কর্মরত আছেন। তিনি চলতি বছরের ১০ মার্চ বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। তিনি এ সমাজে যেমন শিক্ষার আলো ছড়িয়েছেন তাঁর স্মৃতি ধরে রাখতে মোহনপুরে তাঁর নামে একটি আবদুল বারী ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে এ এলাকার অসহায় ও দুস্থদের মাঝে বিভিন্ন সময়ে সহযোগিতাসহ নানা সামাজিক কাজে অংশ নিবে। সে লক্ষ্যে আসন্ন রমজানের ঈদ উপলক্ষে মোহনপুরে ৩০০ পরিবার ও ছেঁছড়াপুকুরিয়া গ্রামে আরও ৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. মজিবুর রহমানের পরিচালনায় বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য মো. মাসুদ রানা, সাবেক সেনা কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো.মনিরুল ইসলাম, ইউপি সদস্য মো.কামাল হোসেন, মিজানুর রহমান, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম, আবু সাঈদ, শাহাদাত হোসেন, মো. শামীম, রিয়াজ প্রমুখ।