শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৩টি ঘর পুড়ে ছাই
Published : Sunday, 8 May, 2022 at 12:00 AM
মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের
শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই। ৬ মে শুক্রবার দুপুর ১টা
শাহরাস্তি পৌরসভা ৩ নং ওয়ার্ডের কালিয়াপাড়া আনার বাড়িতে এই অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটে। এছাড়াও আশেপাশের কয়েকটি ঘর আংশিক পুড়ে যায়। বাড়ির রাস্তা না
থাকার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের অবরুদ্ধ
করেন। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা। শাহরাস্তি থানা পুলিশ
খবর পেয়ে অবরোধের পর যান চলাচল স্বাভাবিক করে দেন শাহরাস্তি মডেল থানার
অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক
(তদন্ত) মোঃ আসাদুল আলম। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের
ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মোঃ আমজাদ হোসেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
সহযোগিতা করার আশ্বাস দেন।