ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দেবিদ্বার
Published : Sunday, 8 May, 2022 at 12:00 AM
শাহীন আলম,  দেবিদ্বার।।
‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের বন্ধনে’ এ স্লোগানকে সামনে রেখে ঈদ আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে কুমিল্লার দেবিদ্বারে ঐতিহ্যবাহী এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী। বিদ্যালয়ের মাঠে গত বৃহস্পতিবার বিকালে এই ঈদ মিলনমেলার আয়োজন করে ২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা। পবিত্র ঈদুল  ফিতর উপলক্ষে আয়োজিত এই মিলনমেলায় ২০০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণায় ছিল মুখরিত। ঈদ পুনর্মিলনীর এই আনন্দ উৎসবে যোগ দিতে বিদ্যালয় মাঠে সকাল থেকেই ভিড় করতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। বহু দিন পর  শ্রেণি কক্ষের  বন্ধুদের  এক সাথে পেয়ে তাঁরা একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে একে একে মঞ্চে উঠে বিদ্যালয়ে পড়াকালীন সময়ের স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। এছাড়াও অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্মাননা  দেওয়া হয়।
মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল বিকাশ দত্ত। এছাড়াও প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবুল কাশেম, মো. মোস্তাকুর রহমান ফুলমিয়া,মো. আবদুল লতিফ, মো. আ. বারী, শাহানা চৌধুরী, অমর চন্দ্র পাল, লিয়াকত আলী,  বাছির আহমেদ, দুঃখি রাম দাস, শাখাওয়াত হোসেন ভূঁইয়া, চন্দনা রানী রায় এবং মো. মফিজুল ইসলাম ভূঁইয়া।
ঈদ পুনর্মিলনীতে আসা সবাইকে ধন্যবাদ জানিয়ে ২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা বলেন, ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে, মানবিকতা ও সংস্কৃতিতেও নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এবং সুখে-দু:খে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই এই আয়োজনের মূল লক্ষ্য। ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শামীম আল মামুন, মো. আসিফ আল আরাফাত,  মো. জহিরুল ইসলাম, মো. ইবনে আবু সাঈদ জুয়েল প্রমুখ। সবশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।