ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সদরে ছুরিকাঘাতে যুবক খুন
Published : Saturday, 7 May, 2022 at 12:00 AM, Update: 07.05.2022 12:52:58 AM
কুমিল্লা সদরে ছুরিকাঘাতে যুবক খুননিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শুভ (২০) নামে এক এক যুবক নিহত হয়েছে। নিহত শুভ আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামের জাকির হোসেনের ছেলে।
জানা যায়, শুভ বুধবার সন্ধ্যায় বাড়ির অদূরে গোমতী নদীর বেড়িবাঁধ পালপাড়া ব্রীজ এলাকায় ঘুরতে যায়। সন্ধার পরপর কয়েকজন যুবক তার উপর হামলা চালায়। এসময় তার বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, অপরাধীদের ধরতে অভিযান চলছে।