ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফিনিশার ধোনির ব্যাটে চেন্নাইয়ের অবিশ্বাস্য জয়
Published : Saturday, 23 April, 2022 at 12:00 AM
মুম্বাইয়ের বিপক্ষে জিততে শেষ ৪ বলে ১৬ রান প্রয়োজন ছিল চেন্নাই সুপার কিংসের। ক্রিজে তখন মহেন্দ্র সিং ধোনি। যার ‘বুড়িয়ে’ যাওয়ার বাস্তবমূর্তি তৈরি হলেও চিরচেনা ফিনিশার ভাবমূর্তিটি যে হারিয়ে যায়নি, তা প্রমাণ করলেন আবার। শেষ চার বলে নিলেন ৬, ৪, ২, ৪! রীতিমত হারতে থাকা ম্যাচটা নিজেদের করে মাঠ ছাড়লেন চেন্নাই সুপারস্টার। তাতে ৩ উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।
বলা হয়ে থাকে চেন্নাই-মুম্বাই ম্যাচটা সব সময়ই আইপিএলের এল ক্লাসিকো। থাকে জমজমাট লড়াইয়ের প্রতিশ্রুতি। বৃহস্পতিবার হয়েছেও তাই। টসে হেরে ব্যাটিংয়ে নামার পর বাজে শুরু ছিল মুম্বাইয়ের। প্রথম ওভারে হারায় অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিশানের উইকেট। বেবি এবি খ্যাত ব্রেভিসও ৪ রানের বেশি করতে পারেননি। পরের ব্যাটাররা প্রতিরোধ গড়তে পারাতে ৭ উইকেটে জমা হয় ১৫৫ রান।
তিলক বর্মার ৪৩ বলে ৫১ রানই ছিল সর্বোচ্চ। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়। এছাড়া সূর্যকুমার যাদবের ২১ বলে ৩২ রান, ঋত্বিক শোকিনের ২৫ বলে ২৫ ও শেষ দিকে পোলার্ডের ৯ বলে ১৪, জয়দেব উনাদকাটের ৯ বলে ১৯ রান সহায়ক ভূমিকা পালন করেছে।
শুরুর দিকে মুম্বাইকে চাপে ফেলতে বড় ভূমিকা ছিল মুকেশ চৌধুরীর। ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও তিনি। ৩৬ রানে দুটি উইকেট নেন ডোয়াইন ব্রাভো।
জবাবে ব্যাট করতে নামা চেন্নাইয়ের হালও ছিল একই রকম। মুম্বাইয়ের মতো প্রথম বলে উইকেট হারায় তারা। ড্যানিয়েল স্যামসের বলে ফেরেন ঋতুরাজ। তেমন কিছু করতে পারেননি মিচেল স্যান্টনারও। শুরুর হোঁচটের পর ধাক্কা সামাল দেন রবিন উথাপ্পা ও আম্বাতি রাইয়ুডু। তাদের ৫০ রানের জুটি দলে স্বস্তি ফেরায়। তবে মেরে খেলতে গেলে ৩০ রানেই বিদায় ঘটে উথাপ্পার।
এর পরেও একপ্রান্ত ধরে খেলতে থাকেন রাইয়ুডু। শিবম দুবে ১৩ রানে স্যামসের বলে আউট হলে চাপ বাড়তে থাকে চেন্নাইয়ের। এ সময় দলকে চাপমুক্ত করতে গিয়েই বিপদ ডেকে আনেন ৪০ রান করা রাইয়ুডু। দ্রুত সময়ে ফিরে যান তিনিও।
হাল ধরবার মুহূর্তে অধিনায়ক রবীন্দ্র জাদেজাও ৩ রানে ফিরলে চেন্নাই শিবিরে হারের শঙ্কা জাগে। কিন্তু ধোনির কৌশলেই ম্যাচটা পরিণত হয় থ্রিলারে। এমনকি শেষ ওভারে ১৪ বলে ২২ রান করা প্রিটোরিয়াসকে ফিরিয়েও ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি মুম্বাই। বরং ৭ উইকেট পড়ার পরও শেষ ৪ বলে ১৬ রানের লক্ষ্যমাত্রা অনায়াস দক্ষতায় পার করেন ফিনিশার ধোনি। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া এই ব্যাটার ১৩ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন। তাতে ছিল ৩টি চার ও ১ ছয়। ড্যানিয়েল স্যামস ৩০ রানে ৪ উইকেট নিয়েও মুম্বাইয়ের সপ্তম হার ঠেকাতে পারেননি।