লাল বলের ক্রিকেটে ফিরলেন আমির
Published : Saturday, 23 April, 2022 at 12:00 AM
ঘোষণাটা
এসেছিল আচমকা। মোহাম্মদ আমির জানান, তিনি আর খেলবেন না টেস্ট ক্রিকেট। লাল
বলের ক্রিকেটকে বিদায় দিয়ে দেন ২০১৯ সালে। আবারও চমক জাগালেন বাঁহাতি
পেসার। হঠাৎই ফিরলেন লাল বলের ক্রিকেটে। কাউন্টি দিয়ে ক্রিকেটের দীর্ঘ
ফরম্যাটে ফিরছেন তিনি।
স্বপ্ন মেয়াদে কাউন্টি ক্লাব গ্লুচেস্টারশায়ারের
সঙ্গে চুক্তি করেছেন আমির। কাউন্টি চ্যাম্পিয়নশিপের এই দলটির পেসার আরেক
পাকিস্তানি নাসিম শাহর স্থলাভিষিক্ত হলেন তিনি। ২০১৯ সালের আগস্টের পর
প্রথম শ্রেণির আর কোনও ম্যাচ খেলেননি বাঁহাতি এই পেসার। এই কাউন্টিতেই
সেবার এসেক্সের হয়ে শেষ ম্যাচ খেলেন। আর পরের মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর
নেন।
গ্লুচেস্টারশায়ারের হয়ে এবার তিন ম্যাচ খেলবেন আমির। কাঁধের চোটে
ছিটকে গেছেন নাসিম। তার জায়গায় অভিজ্ঞ এই পেসারের সঙ্গে চুক্তি করেছে
ক্লাবটি। বৃহস্পতিবার যুক্তরাজ্যে পৌঁছেছেন আমির, ম্যানচেস্টারে দলের
সঙ্গে যোগ দেবেন।
কাউন্টি ও লাল বলের ক্রিকেটে ফেরা প্রসঙ্গে আমির
বলেছেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ দারুণ একটি টুর্নামেন্ট।
গ্লুচেস্টারশায়ারের হয়ে মাঠে নামতে উন্মুখ হয়ে আছি। ইংলিশ কন্ডিশনে খেলা
আমি পছন্দ করি এবং আমি খুব ভালো অবস্থানে আছি। তাই আশা করছি, দলের জন্য
ভালো পারফর্ম করতে পারবো।’
আমিরকে পেয়ে আনন্দিত গ্লুচেস্টারশায়ারের
পারফরম্যান্স ডিরেক্টর স্টিভ স্নেল, ‘আমিরের মতো বোলারকে পেয়ে আমরা
আনন্দিত। একই সঙ্গে আমরা দুঃখিত নাসিমকে কয়েক সপ্তাহের জন্য হারিয়ে। আমাদের
পেস আক্রমণে কোয়ালিটি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সরবরাহ করবে আমির। আমির
পুরোপুরি ফিট আছে।’