ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাজিলিয়ানের পর বসুন্ধরায় গাম্বিয়ার স্ট্রাইকার
Published : Saturday, 23 April, 2022 at 12:00 AM
প্রিমিয়ার লিগে দ্বিতীয় লেগে ভালো করার লক্ষ্যে শক্তি সঞ্চয় করছে বসুন্ধরা কিংস। বর্তমান চ্যাম্পিয়নরা উড়িয়ে এনেছে দুই বিদেশি। কয়েকদিন আগে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরাকে। বৃহস্পতিবার সকালে যোগ দিয়েছেন গাম্বিয়ার স্ট্রাইকার নুহা মারং’ও।
বসুন্ধরায় চতুর্থ বিদেশি হিসেবে খেলবেন ২৮ বছর বয়সী স্ট্রাইকার নুহা মারং। ছয় ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই ফুটবলারের জন্ম স্পেনে। তবে বাবা-মায়ের সূত্রে গাম্বিয়া জাতীয় দলের হয়ে খেলছেন।
এখন পর্যন্ত গাম্বিয়ার জার্সি গায়ে চারটি ম্যাচ খেলে ফেলেছেন। ক্লাব ক্যারিয়ারে সর্বশেষ খেলেছেন স্পেনের তৃতীয় বিভাগের দল উই ব্রাভা কস্তা ক্লাবে।
মারং খেলবেন মূলত বসনিয়ার স্তোয়াইন ভ্রানিয়েসের জায়গায়। প্রথম পর্বে বসনিয়ান ভ্রানিয়েস প্রত্যাশা পূরণ করতে না পারাতেই এই পরিবর্তন।