ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় এতিমদের সম্মানে ইফতার মাহফিল
Published : Friday, 22 April, 2022 at 12:00 AM
বিশেষ প্রতিবেদক।
কুমিল্লার চান্দিনায় এতিম শিশুদের সম্মানে ইফতার মাহফিল হয়। বৃহস্পতিবার (২১ এপ্রিল) চান্দিনা বাজার ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের আয়োজনে চান্দিনা আল আমিন এতিমখানা কমপ্লেক্স এর এতিম শিশুদের সম্মানে চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে ওই ইফতার মাহফিল হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া। এসময় চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক মাসুমুর রহমান মাসুদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাহারুল ইসলাম বাহার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মামুনুর রশিদ সরকার, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি ও কুমিল্লার কাগজ এর বিশেষ প্রতিবেদক রণবীর ঘোষ কিংকর, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. জাকির হোসেন, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো. আবদুল বাতেন, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, ব্যবসায়ী নেতা মো. ওয়াসিম, মো. দেলোয়ার হোসেন, মো. জাকির হোসেন, মো. রাসেল প্রমুখ।