ব্রাইটনকে উড়িয়ে শীর্ষেই থাকল ম্যানসিটি
Published : Friday, 22 April, 2022 at 12:00 AM
প্রথমার্ধে
প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারলো লিগ লিডাররা। বেশ কয়েকবার আক্রমণে গিয়েও
পারেনি গোলের খাতা খুলতে। তবে দ্বিতীয়ার্ধে এক প্রকার দাপট দেখালো পেপ
গার্দিওলার দল। একে একে তুলে নিল তিন গোল।
সেই সঙ্গে ধরে রাখল শীর্ষ স্থান।
বুধবার
রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাদে ব্রাইটনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে
ম্যানচেস্টার সিটি। গোল তিনটি করেছেন রিয়াদ মাহরেজ, ফিল ফোডেন ও বারনার্দো
সিলভা।
৩২ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল ম্যানচেস্টার সিটি।
৩৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দশম অবস্থানে ব্রাইটন। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে
সিটির ঠিক পিছনেই লিভারপুল। তাই বাকি থাকা ছয় ম্যাচই সিটি ও লিভারপুলের
জন্য ঢের গুরুত্বপূর্ণ।
প্রথমার্ধে সাতটি শট নিয়েও গোলের দেখা পায়নি
স্বাগতিকরা। গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৫৩ মিনিট পর্যন্ত। অবশেষে
ব্রাইটনের রক্ষণ ভেঙে স্বস্তির গোল পায় ম্যানচেস্টার সিটি। কেভিন ডি
ব্রুইনা বল পায়ে বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে বক্সে ঢুকলে ব্রাইটনের দুই
ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় মাহরেজের পায়ে। কোনো ভুল করেননি
আলজেরিয়ান এই ফুটবলার। জাল খুঁজে নিয়ে স্বস্তি ফেরান সিটি ডাগ আউটে। এরপর
৬৫ মিনিটে ফিল ফোডেন এবং ৮২ মিনিটে বারনার্দো সিলভার গোলে বড় জয় নিয়ে মাঠ
ছাড়ে সিটি।