ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসামে অভিযান তেলের দামে কারসাজি লাখ টাকা জরিমানা
Published : Monday, 7 March, 2022 at 12:00 AM, Update: 07.03.2022 12:55:48 AM
লাকসামে অভিযান তেলের দামে কারসাজি লাখ টাকা জরিমানামোঃ হুমায়ুন কবির মানিক ।
অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি ও মূল্য তালিকায় তেলের দামে ভিন্নতার অপরাধে এক ডিলার ও তিন পাইকারী দোকানীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৬ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত পৌরসভার দৌলতগঞ্জ বাজারে এ অভিযান অভিযানে পরিচালনা করে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম জানান, লাকসাম উপজেলার রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার শ্যামল সাহা নির্ধারিত মূল্যের বেশি মূল্যে দোকানীদের তেল সরবরাহ করার প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, মূল্য তালিকা ও বিক্রির দামে ভিন্নতাসহ বিভিন্ন অনিয়মের জন্য বাজারের মেসার্স আলী ট্রেডার্সকে ২০ হাজার, মেসার্স আল মদিনা ট্রেডার্সকে ২০ হাজার ও হৃদয় স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, আমরা বড় বড় রাঘব-বোয়ালদের ধরতে মাঠে নেমেছি। যারা ডিলার তারাই তেলের দামের কারসাজি করছে। তেল থাকা স্বত্বেও তারা তেলের কৃত্রিম শূন্যতা তৈরীর চেষ্টা করছে। আমাদের এ অভিযান নিয়মিত চলবে।