ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রোবটিক্স ও প্রোগ্রামিং সেমিনার ও কর্মশালা
তানভীর দিপু
Published : Saturday, 5 March, 2022 at 2:33 PM
কুমিল্লায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রোবটিক্স ও প্রোগ্রামিং সেমিনার ও কর্মশালাকুমিল্লায় রোবটিক্স এবং প্রোগ্রামিংয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগ এটুআই এর যুগ্ম সচিব ও যুগ্ম প্রকল্প পরিচালক নাহিদ সুলতানা মল্লিক। জেলা প্রশষাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের উপ সচিব রশনারা লাবনী, আইসিটি বিভাগের উপসচিব জাকির হোসেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী। কর্মশালায় বিভিন্ন স্কুলের ১০ টি দলের ৬০ জন শিক্ষার্থীকে রোবটিক্স ও প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ দেয় এটুআই প্রজেক্টের মেন্টররা।