Published : Friday, 28 January, 2022 at 12:00 AM, Update: 28.01.2022 12:34:32 AM

মো. মিজানুর রহমান ||
কুমিল্লা
সদর দক্ষিণ মডেল থানা পুলিশ গত বুধবার পৃথক পৃথক অভিযান চালিয়ে ৯ কেজি
গাঁজাসহ মোঃ নূর মোহাম্মদ (৩৪) ও মো. আব্দুল হান্নান (২০) কে গ্রেফতার
করেছে। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে দৈনিক
কুমিল্লার কাগজকে জানান, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।
পুলিশ জানায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল
থানার এসআই সোহেল ও এএসআই দেলোয়ার সঙ্গীয়ফোর্সসহ বুধবার দুপুর ২টায় অভিযান
চালিয়ে ৫ কেজি গাঁজাসহ পদুয়ার বাজার বিশ^রোড এলাকার প্রিন্স সৌদিয়া
কাউন্টার সংলগ্ন স্থান থেকে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার মাকলাহাট গ্রামের
মৃত ফকির মোহাম্মদের পুত্র মোঃ নূর মোহাম্মদ এবং সন্ধ্যায় ৪ কেজি গাঁজাসহ
এএসআই ডালিম সুয়াগঞ্জ বাজার এলাকা থেকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার
সবুজপাড়া গ্রামের মৃত শাহজাহান এর পুত্র মো. আব্দুল হান্নানকে গ্রেফতার
করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ
ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ মাদ্রব দ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা দায়ের করেছেন।