ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় আরো ২৪৩ জনের করোনা শনাক্ত
Published : Thursday, 27 January, 2022 at 9:53 PM
কুমিল্লায় আরো ২৪৩ জনের করোনা শনাক্তকুমিল্লায় একদিনে আরো ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৮.১ শতাংশ। আক্রান্তদের মধ্যে ৮৮ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়াও লাকসাম উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ ২৮ জন এবং মুরাদনগর উপজেলায় ১৯ জন, বরুড়ায় ১৮ জন, দাউদকান্দিতে ১৭ জন, ব্রাহ্মণপাড়ায় ১৪ জন, চৌদ্দগ্রামে ১০ জন করোনায় আক্রান্ত হন। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪০ হাজার ৭৭৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৮ হাজার ৩৮৮ জন; প্রাণ হারিয়েছেন ৯৬০ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৩৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৬৪৯ জন বিদেশগামীর করোনা পরীক্ষায় ৭০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।