ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার
Published : Thursday, 27 January, 2022 at 9:51 PM
কুমিল্লায় মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তারবিদেশে পাঠিয়ে ভালো চাকরির লোভ দেখি  মানুষের সাথে প্রতারণা ও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শাহ মোঃ আলী শাওন নামে সৌদিআরব প্রবাসী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২৬ জানুয়ারি কুমিল্লা সদর উপজেলার বল্লভপুর ১নং কালীর বাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ মোঃ আলী শাওন বল্লভপুর গ্রামের মোঃ আলী আজগরের ছেলে।
র‌্যাব জানিয়েছে, শাওন বিভিন্ন ব্যক্তিকে ভ্রমণ ভিসায় বিদেশে নিয়ে অন্য ব্যক্তির পাসপোর্টে ভূয়া আকামা (ওয়ার্ক পারমিট) করে দিত। এই আকামা করে দেয়ার জন্য ভিকটিমের পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে বিপুল টাকা আদায় করে নিত। ভূয়া আকামার কারণে ভুক্তভোগীরা সৌদি আরবে পুলিশের কাছে গেপ্তার হয়ে কারাবাস করত।
গত ২২ জানুয়ারি এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য সংগ্রহে মাঠে নামে র‌্যাব। পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ২৬ জানুয়ারি গ্রেপ্তার করা হয় মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য শাহ মোঃ আলী শাওনকে । এ বিষয়ে মানব পাচার আইনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।