এডভোকেট আবুল হাসেমের ইন্তেকাল
Published : Friday, 28 January, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্য ও প্রবীণ আইনজীবী মোঃ আবুল হাসেম ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি... রাজিউন) গতকাল সন্ধ্যা ৬ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এডভোকেট আবুল হাসেম ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা বারে যোগদান করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন গ্রামে। তিনি ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র। ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর তিনি সনদপ্রাপ্ত হন।
এদিকে বিজ্ঞ এ আইনজীবীর মৃত্যুর গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ শরিফুল ইসলাম এবং সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌসসহ অন্যান্য আইনজীবীগণ।