আইসিসির ডিসেম্বরের সেরা এজাজ
Published : Tuesday, 11 January, 2022 at 12:00 AM
আইসিসির
মাসসেরা খেলোয়াড় নিউ জিল্যান্ডের এজাজ প্যাটেল। মুম্বাইয়ে ওয়াংখেড়ে
স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ডিসেম্বরের সেরা হলেন
এই অফস্পিনার।
এজাজ এবার মনোনীত হয়েছিলেন মায়াঙ্ক আগারওয়াল ও মিচেল
স্টার্কের সঙ্গে। বিরল এক কীর্তি গড়ে ভারত ও অস্ট্রেলিয়ার দুই তারকা
ক্রিকেটারকে পরাজিত করলেন তিনি।
গত ডিসেম্বরের শুরুতে ভারতের বিপক্ষে
মুম্বাই টেস্ট ম্যাচে ১৪ উইকেট নেন এজাজ। প্রথম ইনিংসে ১০ উইকেটের সবগুলো
নিয়ে টেস্ট ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে জিম লেকার ও অনিল কুম্বলের পাশে
বসেন তিনি।
টেস্ট দলের সঙ্গে এজাজের প্রথম ভারত সফর ছিল এটি। যে
মুম্বাইয়ে জন্ম হয়েছিল, সেখানেই লিখলেন রূপকথার গল্প। টেস্টের প্রথম দিন
শেষে চারটি ভারতীয় উইকেটের সবগুলোর পাশে ছিল তার নাম। পরের দিন প্রথম সেশনে
টানা দুটি উইকেট নেন, কিন্তু হ্যাটট্রিক হয়নি। তবে ভারতের সব ব্যাটসম্যানই
তার বলে বিদায় নেন। এমন কীর্তি গড়ে প্রতিপক্ষ ক্যাম্প থেকেও অভিবাদন পান
এজাজ। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার জীবনের
অন্যতম সেরা ক্রিকেটীয় দিন এটি এবং সম্ভবত সবসময়ের জন্য।’