মুমিনুলদের গার্ড অব অনারে অভিভূত টেলর
Published : Tuesday, 11 January, 2022 at 12:00 AM
জীবনের
শেষ টেস্টে খেলতে নেমে যে সম্মান পেলেন, তা কখনো ভুলবেন না নিউ
জিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলর। সোমবার (১০ জানুয়ারি) বাংলাদেশের বিপক্ষে
শেষ টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করতে মাঠে নামেন, সম্ভবত শেষবার। ক্রিজে পা
রাখার আগে তাকে গার্ড অব অনার দেন বাংলাদেশের ক্রিকেটাররা। অভিভূত টেলর
এজন্য পরে ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশ দলকে।
প্রথম ইনিংসে ২৮ রান করা নিউ
জিল্যান্ডের এই ব্যাটসম্যান ইনস্টাগ্রামে লেখেন, ‘আজ ক্রিজে হেঁটে যাওয়ার
পথে সত্যিকারের বিনম্র মুহূর্তের জন্য তোমাদের ধন্যবাদ বাংলাদেশ টাইগার্স।
এটা এমন কিছু যা কোনোদিন ভুলব না।’
ডেভন কনওয়ে আউট হলে মাঠে ঢোকেন টেলর।
হ্যাগলি ওভালে চারদিক থেকে করতালি। একে একে সব দর্শক দাঁড়িয়ে যান। নিউ
জিল্যান্ডের শীর্ষ টেস্ট ব্যাটসম্যানকে দাঁড়িয়ে অভিবাদন জানান সবাই। এমনকি
মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশও গার্ড অব অনার দেন তাকে, যা প্রশংসিত
হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।
যখন টেলর মাঠে ঢুকলেন, তখন দুই সারিতে
মুমিনুল-তাসকিনরা দাঁড়িয়ে পড়েন ক্রিজের পাশে এবং হাততালি দিয়ে স্বাগত
জানান। কিউই ব্যাটসম্যানের সঙ্গে হ্যান্ডশেক করেন বাংলাদেশ অধিনায়ক। তারপর
সফরকারীদের খেলোয়াড়দের সারির মাঝ দিয়ে ক্রিজে যান টেলর।
নিউ জিল্যান্ড
ব্যাটসম্যানকে সম্মান জানানোয় টুইটারের ভক্তরা বাংলাদেশের প্রশংসা করেছেন।
একজন লিখেছেন, ‘সফরকারীদের দারুণ অঙ্গভঙ্গি এবং দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন
টেলরের জন্য প্রিয় স্মৃতি তৈরি করল, যা যুগযুগ ধরে তিনি মনে রাখবেন।’
আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশের কাছ থেকে দারুণ অভিবাদন।’
গত ৩০ ডিসেম্বর
টেলর ঘোষণা দেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজেই শেষবার টেস্ট খেলতে যাচ্ছেন
তিনি। আর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের বিপক্ষে ফেব্রুয়ারি-মার্চে ওয়ানডে
খেলে ব্যাট প্যাড একেবারে তুলে রাখবেন।
টেলর অবশ্য এই ম্যাচে বড় কোনো
ইনিংস খেলতে পারেননি। ২৮ রান করে ইবাদত হোসেনের বলে শরিফুলের ক্যাচ হন। ৬
উইকেটে ৫২১ রানে ইনিংস ঘোষণা করা নিউ জিল্যান্ড দ্বিতীয় দিনের খেলা শেষ
করেছে ১২৬ রানে বাংলাদেশকে অলআউট করে।