পদ্মায় ধরা পড়লো ২১ কেজির বাগাড়
Published : Monday, 3 January, 2022 at 12:00 AM
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২১ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। রবিবার (২ জানুয়ারি) ভোর ৫টার দিকে স্থানীয় জেলে নিমাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।
সকালে জেলে নিমাই মাছটি দৌলতদিয়া বাজারে আনু খাঁর মৎস্য আড়তে বিক্রির জন্য আনেন। সেখান থেকে নিলামে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি এক হাজার ২শ’ টাকা কেজি দরে ২৫ হাজার ২শ’ টাকায় দিয়ে মাছটি কিনে নেন।
নিমাই হালদার বলেন, ‘রবিবার ভোররাতে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৫টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেকদিন পর বড় মাছ ধরতে পেরে অনেক ভালো লাগছে। মাছটির দামও ভালো পেয়েছি।’
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, ২১ কেজির বাগাড় মাছটি প্রতি কেজিতে ১শ’ টাকা লাভ পেলেই বিক্রি করা হবে।
গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীতে খুব বেশি বড় মাছ ধরা পড়ছে না। কয়েক দিন আগেও এখানে মাঝে-মধ্যে বড় বড় পাঙাশ, রুই, কাতলা, বোয়াল, বাগাড় জাতীয় মাছ ধরা পড়তো। ভবিষ্যতে এখানে বড় মাছ আরও ধরা পড়বে বলে আশা করেন তিনি। মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেতে পারে বলে মনে করেন এ কর্মকর্তা।