ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালন
Published : Monday, 3 January, 2022 at 12:00 AM
আবুল কালাম আজাদ।
"মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা" এ প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় সমাজ সেবা দিবস।
মনোহরগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত দিবসটি পালনে কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গরিব মেধাবীদের মধ্যে শিক্ষা বৃত্তি, অসহায়দের মধ্যে চিকিৎসা ভাতা প্রদান, শুদমুক্ত ঋণ বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাষ্টার আবদুল কাইয়ূম চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাজিয়া হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার অফিসার আরিফুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার আল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রমুখ।