ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে প্রথম করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্ত শনাক্তের ঘোষণা দিয়েছে। রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আক্রান্ত ইরানি ব্যক্তি মধ্য বয়সী এবং সম্প্রতি প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমিক্রন আক্রান্ত সন্দেহে আরও দুই সন্দেহভাজনকে পর্যালোচনা করা হচ্ছে।
টানা কয়েক সপ্তাহ ধরে ইরানে আক্রান্তের সংখ্যা কম থাকার পর ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের খবর জানা গেলো।
ইরানে টিকা পাওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্যে ৬০ শতাংশের বেশি দুটি ডোজ নিয়েছেন এবং বেশিরভাগ বুস্টার ডোজ নিতে পারবেন।
ইরান স্থানীয়ভাবে কয়েকটি টিকা উৎপাদন করছে। এগুলোর কয়েকটি জাতীয় টিকা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দেয় ইরানে। দেশটিতে ১ লাখ ৩১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আগস্টের শেষ দিকে সর্বোচ্চ দৈনিক মৃত্যু ৭০৯ জন থাকলেও এখন তা দুই অংকে নেমে এসেছে।
রবিবার দেশটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু এবং ১ হাজার ৯৬৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে।