কুমিল্লা সদর দক্ষিণে গাঁজাসহ এক যুবক গ্রেফতার
মো. মিজানুর রহমান
Published : Sunday, 19 December, 2021 at 9:33 PM
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ আজ রবিবার (১৯ ডিসেম্বর) সকালে পশ্চিম জোড়কানন ইউনিয়নের কানন রাস্তার মাথা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. কবির হোসেন (২৪) নামক এক যুবককে গ্রেফতার করেছে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, আজ রবিবার সকাল ৬টায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই সুজন ও এএসআই রনি গাজী সঙ্গীয়ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম জোড়কানন ইউনিয়নের কানন রাস্তার মাথায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গঙ্গানগর গ্রামের আব্দুর রহিমের পুত্র কবির হোসেনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।