ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আইপিএলে নতুন দলে যোগ দিলেন গম্ভীর
Published : Sunday, 19 December, 2021 at 12:56 PM
আইপিএলে নতুন দলে যোগ দিলেন গম্ভীরইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গৌতম গম্ভীর মানেই কলকাতা নাইট রাইডার্স দল।

এখন পর্যন্ত দলটির সবচেয়ে সফল অধিনায়ক তিনি। দুইবার শিরোপা এনে দিয়েছেন শাহরুখ খানকে।

আর সেই গম্ভীরই যোগ দিয়েছেন আইপিএলের নতুন দল লখনউয়ে।  আইপিএল-২২ আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে লখনউ। দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার।

এবার গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে তারা। শনিবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আইপিএলের দুইবারের শিরোপা জয়ী এই অধিনায়ককে মেন্টর হিসেবে ঘোষণা করা হয়েছে।

গম্ভীরের নিয়োগ নিশ্চিত করেছেন লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জিব গোয়েঙ্কাও। 

তিনি বলেন, ‘আমরা গম্ভীরকে মেন্টর হিসেবে নিয়েছি।’ 

নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত গম্ভীরও। তবে কেকেআরের প্রসঙ্গ টানতে ভুললেন না।

ভারত দলের সাবেক ওপেনার বলেন, ‘সঞ্জীব গোয়েঙ্কা এবং আরপিএসজি গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমাকে নতুন ভূমিকায় উপস্থাপন করার জন্য। আমার মধ্যে এখনও জয়ের ক্ষুধা বেঁচে রয়েছে।  শুধুমাত্র সাজঘরের জন্য নয়, গোটা উত্তর প্রদেশের জন্য লড়াই করব।কেকেআরের হয়ে দু’বার আইপিএল জেতার স্বাদ এখনও আমাকে তৃপ্তি দেয়।’