ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সালমানের সঙ্গেই শুটিংয়ে ফিরছেন ক্যাটরিনা
Published : Sunday, 19 December, 2021 at 12:50 PM
সালমানের সঙ্গেই শুটিংয়ে ফিরছেন ক্যাটরিনাবেশ ঘটা করে বিয়ে সেরেছেন। প্রেমিক ভিকি কৌশলের সঙ্গে মালা বদল করেছেন ক্যাটরিনা কাইফ। সেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে এবার মন দিচ্ছেন কাজে। ফিরছেন শুটিংয়ে। বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ দিয়ে বিবাহিত ক্যাটরিনা প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।

নিজের বিয়েতে প্রাক্তন প্রেমিক সালমানকে দাওয়াত দেননি ক্যাট। তাতে কি। পেশাদার সম্পর্ক রক্ষা করতে জানেন সালমান। তার সিনেমার নায়িকার বিয়েতে দাওয়াত না পেলেও বেশ দামি গাড়ি উপহার দিয়েছেন তিনি। চমকে দিয়েছেন সবাইকে।

এবার সেই সালমান খানের সঙ্গেই শুটিং দিয়ে বিবাহিত জীবনের প্রথম কাজ করতে যাচ্ছেন ক্যাটরিনা।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ ও ২০১৭ সালের সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’র ব্যাপক সাফল্যের পর আসতে যাচ্ছে ‘টাইগার থ্রি’। আগের দুই কিস্তির মতো এই পর্বেও জুটি সালমান-ক্যাটরিনা। থাকবে আগের মতোই টানটান গল্প ও ধুন্ধুমার অ্যাকশন।

রাশিয়া, তুরস্ক, অস্ট্রিয়া এবং মুম্বাইতে সিনেমার শুটিং শেষ করে সালমান খান ও ক্যাটরিনা কাইফ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করতে নয়াদিল্লিতে যাবেন। এমনটাই জানা গেল ভারতীয় গণমাধ্যমের বরাতে।

মনীশ শর্মা পরিচালিত গুপ্তচর থ্রিলারটিতে ইমরান হাশমি এবং নওফল আজমির খানকেও দেখা যাবে। তারা দুজন ভিলেনের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাতে ইমরান একজন পাকিস্তানি আইএসআই গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেছে।