দেবিদ্বারে দুই কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দুই কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়। বৃস্পতিবার দুপুরে কুমিল্লা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চান্দিনা রোডের মোহনা আবাসিক এলাকায় প্রায় ১০ শতাংশ জমির ওপর চারতলা বিশিষ্ট ভবনটির ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টার, যুদ্ধকালীন সময়ে প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মতিন সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, উত্তর জেলা যুবলীগ নেতা প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মো.সাদ্দাম হোসেন,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক, ছাত্রলীগের আহবায়ক মো.ইকবাল হোসেন রুবেল, পৌর যুবলীগ নেতা কাজী সুমন প্রমুখ।
এসময় সংসদ সদস্য রাজী মোহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের একটা মানুষকেও গৃহহীন থাকবে না, সব জনসাধারণের খাদ্য অন্ন বস্ত্র ও বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করা হবে তিনি তা করে যাচ্ছেন। দেশের মানুষের প্রতি ভালোবাসা না থাকলে এসব কাজ তিনি করতে না । তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের কল্যাণেই স্বাধীন হয়েছে এই দেশ। বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় দেবিদ্বারে চারতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে।