ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে ‘আচরণ শৃঙ্খলা নীতি ও নৈতিকতা’ শীর্ষক প্রশিক্ষণ শুরু
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের নিয়ে ‘আচরণ, শৃঙ্খলা, নীতি ও নৈতিকতা’ শীর্ষক আট দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ শুক্রবার (১৭ ডিসেম্বর ২০২১) কুবি ভার্চুয়াল ক্লাস রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের উর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা এম. আমিনুর এবং কুমিল্লা বার্ডের পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং অনুষ্ঠান কো-অর্ডিনেট করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, প্রশিক্ষণ মানেই দক্ষতা অর্জন। প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সরকারি রুলস এন্ড রেগুলেশন শুধু কর্মকর্তাদের জন্য নয়, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদেরও ঐ রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হয়। আমরা কেউ স্বাধীন নই, আমাদের সবাইকে একটি নিয়মের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হয়। তিনি আরও বলেন, আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা প্রকৃত জ্ঞান আহরন করবেন বলে আমি বিশ্বাস করি। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা সুশৃঙ্খল কর্মচারী হিসেবে আত্মপ্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করবেন, নিজেদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্ব মানের পর্যায়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, উপাচার্যের আন্তরিকতা, প্রচেষ্টা ও নিষ্ঠায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। জন্মলগ্ন থেকে কেউ শিখে আসে না। জীবনের প্রতিটি পর্যায়ে শিক্ষাগ্রহণ করতে হয়। বিশ্ববিদ্যালয়ে চাকরি জীবনে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, তারা মনোযোগ দিয়ে প্রশিক্ষকের বক্তব্য শুণবেন।
অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসি’র পরিচালক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।