ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় মহান বিজয় দিবসে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার চান্দিনায় মহান বিজয় দিবস উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। অন্যান্যদের মধ্যে বক্তব্য  রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু, সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, চান্দিনা মহিলা কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ, সাবেক উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নির্মল দাস, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় সদ্য প্রয়াত সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের শূন্য সদস্য পদে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে কো-অপ্ট সদস্য করে তাঁর হাতে চিঠি তুলে দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু।