চান্দিনায় মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার চান্দিনায় মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় ৫০ বার তোপধ্বনি ও শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যতনামা চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত।
পরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিব হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকসহ মুক্তিযোদ্ধাগণ, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান সহ কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী ও সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া সহ নেতা-কর্মীরা, পৌর আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম সহ নেতা-কর্মীরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান এর নেতৃত্বে কর্মরত চিকিৎসক-কর্মচারীগণ, চান্দিনা প্রেস ক্লাবের পক্ষে কর্মরত সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষে সাধারণ সম্পাদক কমল বক্সীসহ শিক্ষকবৃন্দ, যুবলীগের পক্ষে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার সহ নেতা-কর্মীরা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষে কাজী আখলাকুর রহমান জুয়েল সহ নেতা-কর্মীরা, উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি কাজী ইয়াছিন অভি সহ নেতা-কর্মী পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেন।
পরে সকাল ৮টায় চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শণী ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত এমপি।