ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় মহান বিজয় দিবস পালিত
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM
কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে উদ্যাপিত হয়। এ উপলক্ষে মাদরাসায় ক্রীড়া অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মোমেন। উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক মো: হোসেন বাবর। মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে “বীরের কণ্ঠে বীরকাহিনী” শুনান অনুষ্ঠানের প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মোমেন। তিনি বলেন, আমরা নিজের জীবনবাজি রেখে যুদ্ধ করে এ দেশটাকে স্বাধীন করেছি। কিন্তু দেশের পতাকা তোমাদের নতুন প্রজন্মের হাতে তুলে দিলাম। তোমরা দেশের স্বাধীনতা রক্ষা করবে, দেশকে ভালবাসবে, জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে মনে প্রাণে ভালবাসবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন। অনুষ্ঠানে মিলাদ শরীফ পাঠ করেন মাও. মোহাম্মদ ইব্রাহিম।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতিরজনক বঙ্গবন্ধু, তাঁর পরিবার, শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী, দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের রুহের মাগফেরাত, প্রধানমন্ত্রীসহ সকলের কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার উপাধ্যক্ষ মাও. মোঃ মনির হোসেন। মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রীর শপথ বাক্য অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।