বরুড়ায় সুর্বণ জয়ন্তী ও বিজয় দিবস পালিত
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM
বরুড়া প্রতিনিধি।
কুমিল্লার বরুড়া উপজেলায় স্বাধীনতা সুর্বণ জয়ন্তী ও বিজয় দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। পর্যায়ক্রমে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি সামাজিক সংগঠন ওরাই আপনজন, জীবনশৈলী, রক্ত ঋণ, নারী অধিকার ফোরাম, বরুড়া প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পুস্পস্তবক দেন। পরে কুচকাওয়াজ শারীরিক কসরত ও ডিসপ্লে করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুরে মুক্তিযুদ্ধাদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এতে সভাপতিত্ব করেন। উপজেলা চেয়ারম্যান এম এন মইনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সকাল ১০ টায় উপজেলা বটতলীতে স্মৃতিস্তম্ভে হাজার হাজার জনতার ঢল নামে। উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। ওরাই আপনজন সামাজিক সংগঠন শীতার্তদের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করেন। রক্ত ঋণ ব্লাডগ্রুপ নির্ণয় করেন উপজেলা পরিষদে। বিকেলে প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ শেষে সাংস্কৃতি অনুষ্ঠান হয়।