বাইউস্টে বিজয় দিবস উদযাপন
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-বাইউস্ট বিজয় দিবস উদযাপন করেছে। বাইউস্ট কালচারাল ক্লাবের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান শুরু হয় সকাল ১০ টায়। অনুষ্ঠানের প্রারম্ভেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানে দিবসের তাৎপর্য নিয়ে রাষ্ট্রপতির বাণী, প্রধানমন্ত্রীর বাণী ও সেনাপ্রধানের বাণী পাঠ করে শোনানো হয়।
প্রক্টর আবু সুফিয়ান মো. তাজ উদ্দিন দিবসের তাৎপর্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। বিশেষ প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধ’ু প্রদর্শিত হয় অনুষ্ঠানে। কালচারাল ক্লাবের সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব:) স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন। উপাচার্য বিজয় এবং বিজয়ের চেতনাকে সমুন্নত রাখার মাধ্যমে দেশের কল্যাণে সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানান। দেশের উন্নয়নে যে কেউ তার সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমেই দেশপ্রেম দৃশ্যমান করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিষ্ট্রার কর্ণেল সুমন কুমার বড়ুয়া (অব:), ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও কালচারাল ক্লাব, ফটোগ্রাফি ক্লাব ও অন্যান্য ক্লাবের সদস্যবৃন্দ। বিজয় দিবস অনুষ্ঠানের সমাপ্তি হয় মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর শপথবাক্য পাঠে অংশগ্রহণের মাধ্যমে।