ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ইটভাটার শ্রমিক।
নিহতরা হলেন, সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জনা মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), একই এলাকার শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)।
এ দুর্ঘটনায় খেজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০) নামে আরও দুই জন আহত হন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে পাঁচ শ্রমিক একটি সিএনজি চালিত অটোরিকশায় বিজয়নগর উপজেলার চান্দুরার একটি ইটভাটায় কাজে যাচ্ছিলেন। পথে সরাইলের বৈশামুড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খাটিহাতা হাইওয়ে থানার ওসি জানান, পরিবারের কোনও অভিযোগ না থাকায় নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।