ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি বৃত্তি পরীক্ষা ২০২১
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM
বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি, সুয়াগঞ্জ, সদর দক্ষিণ, কুমিল্লা প্রথম বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিল ৩০ নভেম্বর ১৯৯০। কুমিল্লা সদর থানার সুয়াগজ্ঞ এলাকার ৭টি হাই স্কুলের ৬ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির ছাত্র ছাত্রীরা এ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। দু’সপ্তাহের  মধ্যে ১৪ ডিসেম্বর  আনুষ্ঠনিকভাবে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল।
আর বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছিল পহেলা জানুয়ারি ১৯৯১। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মিসেস রাবেয়া চৌধুরী (সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তী বাদী দল, কুমিল্লা শাখা) এবং ড. আমিনুর রহমান মজুমদার (সহকারী অধ্যাপক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
অনুষ্ঠানে মি. মজুমদার ১৯৯১ হতে প্রদেয় বৃত্তির সমূদয় অর্থ প্রদানের ঘোষণা দিলে আমাদের নিয়মিত বৃত্তি পরীক্ষা আয়োজন সহজ হয়। তিনি ১৯৯১ হতে ১৯৯৯ পর্যন্ত বৃত্তির সমূদয় অর্থ যোগান দেন। আমরা উনার এ অবদানে কৃতজ্ঞ।
আমাদের চলার পথে এলাকার সমাজসেবী, হিতৈষী ও শিক্ষানুরাগীদের সার্বিক সহায়তা ও সহযোগিতা ছিল পাথেয়। আমরা সবার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করছি।
কালের পরিক্রমায় ১৭ ডিসেম্বর ২০২১, শুক্রবার নতুন প্রজন্ম সুয়াগঞ্জ স্কুল ও কলেজে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। করোনা মহামারীর কারনে গত বছর ২০২০ সনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
ইতোমধ্যে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের পরিসর বেড়েছে। কুমিল্লা সদর দক্ষিণ ও চৌদ্দগ্রামের ২৩টি স্কুলের ছাত্রছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহন করছে। এবারে পরীক্ষার্থীর সংখ্যা ৩৪১।
হাই স্কুলের পাঁচ পাঁচটি ক্লাসের (৬ঠ থেকে ১০ম) শিক্ষার্থীরা আজ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করছে।
আমাদের পরবর্তী (১৯৯৫ উত্তর) প্রজন্মের নিকট (যারা এ সংগঠন শুরু করেছিলাম) আমরা কৃতজ্ঞ এ জন্যই যে, ওরা সংগঠনের নীতি, আদর্শ ও লক্ষ্য উপলব্ধি করে ৩৪ বছর সংগঠনটি টিকিয়ে রেখেছে।
আমার ঘনিষ্ঠ বন্ধু ও এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আবু সিনা সৈয়দ তারেক (অংংড়পরধঃব চৎড়ভবংংড়ৎ, উযধশধ ঈড়ষষবমব) রসাল করে  নিজেকে  “স্বপ্নের ফেরিওয়ালা” চিহ্নিত করে। সে বুঝাতে চায়, যে স্বপ্ন নিয়ে এ কাজ আমরা শুরু করেছিলাম, তা আমি দূরে থাকলেও সে আমার কাজও করে বেড়াচ্ছে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ড. তারেক।
এ প্রজন্মের যাদের অবদান বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির কর্মকাণ্ড গতিশীল করেছে তাদের মধ্যে ওমর ফারুক, অধ্যাপক ইমাম মজুমদার, তাজুল ইসলাম, আবদুল কাইয়্যুম শিমুল, মামশাদ আলম, সাইদুর খন্দকার, জয় চন্দ্র শীল, উজ্জ্বল হোসেন প্রমুখ সহ বর্তমান সকল সদস্যের নিকট প্রথম প্রজন্মের আমরা কৃতজ্ঞ।
সর্বোপরি কৃতজ্ঞতা সুয়াগঞ্জ তফাজ্জল আহমেদ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের  নিকট, ২৯ বছর ধরে বৃত্তি পরীক্ষা কেন্দ্র ব্যবহার করার সুযোগ দেয়ার জন্য। ধন্যবাদ বর্তমান অধ্যক্ষ ও স্কুল বন্ধু, মোজাম্মেল হক চৌধুরী।
তথ্য প্রযুক্তির এ যুগে আমি সুয়াগজ্ঞে নেই, অথচ আমার মন প্রাণ উপস্থিতি (ঃযড়ঁমযঃং ধহফ রিংযবং) সেখানে! আমাদের অনেক ভালবাসা ও স্বপ্নের সোপান বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাফল্য কামনা করছি।