লালমাইয়ে নানা আয়োজনে বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিজয়ের ৫০ বছর জাতির পিতার জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্রত্যুষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদ বীরযোদ্ধাদের প্রতি এবং বাগমারা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুজকাওয়াজ এবং ক্রীড়া প্রতিযোগিতা, ডিসপ্লে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠনগুলো এ দিবসটি পালন করেছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ে সাথে সাথে সরকারি-আধা সরকারি, বেসরকারি, ব্যক্তি মালিকানাধীন ভবন সমূহ ও বিভিন্ন হাট বাজারের দোকান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বেলা ১২ টায় বাগমারা উচ্চ বিদ্যালয়ে ইউএনও সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা দেওয়া হয়। ভারচুয়ালী বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নাসরিন আক্তার, অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খাঁন, লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, উপজেলা ইঞ্জিনিয়ার উজ্জ্বল চৌধুরী, শিক্ষা অফিসার জাহানারা খানম, মৎস্য কর্মকর্তা মহিউদ্দিন, হাবিবুর রহমান, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল হাসান,লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন মোল্লা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ বণিক মানিক, দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী, সদস্য এমদাদুল হক মজুমদার,বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক মুন্সী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক এম এ মোতালেব, যুগ্ম আহবায়ক এড. জাহাঙ্গীর আলম, কাওসার মোর্শেদ মজুমদার, প্রভাষক আমান উল্লাহ, রফিকুল ইসলাম মোহন, কামরুল হাসান ভূট্টো, ছাত্রলীগ সভাপতি শাহপরান সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাব্বি, সাংগঠনিক সম্পাদক শিমুল বড়ুয়া প্রমুখ।