ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণপাড়ায় মহান বিজয় দিবস পালিত
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। বৃহস্পতিবার ভোর সকাল থেকে সারাদিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিনের শুরুতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সংবর্ধনা ও ডিজিটাল বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষ সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দিবসটি উপলক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান বিকাল সারে ৪টায় একযোগে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন মাঠে উপস্থিত হয়ে শপথ বাক্য পাঠ করেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)  আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর মুুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপজেলা কৃষি অফিসার মাহবুবুল হাছান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজিউর রহমান, শিক্ষা কর্মকর্তা ফারুক আহমদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।