কুমিল্লার বরুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার শাকপুর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছুরি, রড, সুইচগিয়ারসহ বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় ডাকাতদের পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ।আটক চার ডাকাত হলো- কিশোরগঞ্জ সদর উপজেলার সালেম উদ্দিনের ছেলে মোঃ হৃদয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৃত কালা মিয়ার ছেলে শাকিল শিকদার, চাঁদপুরের কচুয়া উপজেলার মৃত এরশাদের ছেলে মোঃ মোস্তফা। এবং নরসিংদীর রায়পুরা উপজেলার মোসলে শিকদারের ছেলে মোঃ ইব্রাহিম।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুদার জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডাকাতি প্রতিরোধে পুরো বরুড়া উপজেলায় পুলিশি পাহারা বৃদ্ধি করা হয়েছে।