মো. মিজানুর রহমান
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের আবু মিয়ার বাড়িতে আজ শনিবার (১১ ডিসেম্বর) বিকালে অগ্নিকান্ডে মো. আজমির হোসেন নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূচনা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুণ নেভাতে সক্ষম হয়। উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ দৈনিক কুমিল্লার কাগজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে নগদ ২৫ হাজার টাকা, কম্বল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার বিকালে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের আবু মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূচনা হয়ে কাঠ মিস্ত্রি আবু তাহেরের ঘর ভস্মিভূত হয়ে তাঁর তিন বছর বয়সী পুত্র মো. আজমির হোসেন নিহত হয়। এসময় তাঁর বসতঘর ও ঘরের সকল আসবাবপত্র আগুনে পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মীর মো. মারুফ দৈনিক কুমিল্লার কাগজকে জানান, তাঁরা অগ্নিকান্ডের খবর পেয়ে সুয়াগঞ্জ বাজার এলাকায় পৌঁছে আগুণ নেভানোর খবর পেয়ে স্টেশনে ফেরৎ এসেছেন। অগ্নিকান্ডের ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল হাই বাবলু। এসময় ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডা. আমিনুল ইসলাম, ৬নং ওয়ার্ডের মেম্বার জিয়াউর রহমান, ৮নং ওয়ার্ডের মেম্বার আওলাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে নগদ ২৫ হাজার টাকা, কম্বল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। অগ্নিকান্ডে শিশু মো. আজমির হোসেনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।