ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ওমিক্রন ধরনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ আছে: পাপন
Published : Saturday, 11 December, 2021 at 5:33 PM
ওমিক্রন ধরনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ আছে: পাপনমেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে জিম্বাবুয়ে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আফ্রিকার দেশটি থেকে ফিরে নারী দলের দুই ক্রিকেটার করোনাভাইরাসের ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন। আজ (শনিবার) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য নিশ্চিত করেছে। তবে ওমিক্রন ধরনে আক্রান্ত হলেও দুই ক্রিকেটার সুস্থ আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

‘তারা সুস্থ আছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাদের কোনও উপসর্গ নেই।’- সংবাদমাধ্যমকে বলেছেন পাপন।

যদিও ওমিক্রন শনাক্ত দুই নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিসিবির কেউই। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটারের একজনের বয়স ২১, আরেকজনের ৩০ বছর। গত ৬ ডিসেম্বর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

বিসিবি সভাপতির কাছে নারী দুই ক্রিকেটারের নাম জানতে চাওয়া হলে তিনি অপারগতা প্রকাশ করেছেন, ‘তাদের নাম জানা জরুরি নয়। তারা এখন সুস্থ আছে সেটাই বড় কথা। আমি পারসোনালি কথা বলেছি। জ্বর, গায়ে ব্যথা কিছুই নেই। ওরা বুঝতেই পারেনি যে ওদের কোভিড হয়েছে।’