বাংলাদেশের ক্রিকেটে এখন যেন চলছে চরম দুঃসময়। টি-২০ বিশ্বকাপ ব্যর্থতার পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে টি-২০ ও টেস্ট সিরিজ ক্লিন সুইপ হয়ে দল এখন নিউজিল্যান্ড সফরে। তবে দলের এমন অবস্থাতেও বোর্ডের কোনো দোষ দেখছেন না টি-২০ ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।দলের বাজে অবস্থায় মাঝে বোর্ড আর ক্রিকেটারদের কাছ থেকে পাল্টাপাল্টি বক্তব্য শোনা গেছে। কিন্তু রিয়াদ মনে করেন, ক্রিকেট বোর্ড সবকিছুর ব্যবস্থা করে দেবে আর কোচেরা পথ দেখাবে। তবে পারফরম্যান্স ক্রিকেটারদেরকেই করতে হবে। এজন্য পরিশ্রমের বিকল্প নেই।
মিরপুরে বিসিবি একাডেমি কাপের উদ্বোধন করতে এসে রিয়াদ বলেন, ভালো পারফর্ম করলে আপনি অবশ্যই নজরে থাকবেন। আপনাকে শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ-সুবিধাগুলো দেওয়া হবে। কিন্তু দিন শেষে নিজের ওপরও অনেক কিছু থাকে।
তিনি আরো বলেন, আমি কীভাবে তৈরি হতে চাই, আমার লক্ষ্যটা কী, নিজেকে কীভাবে দেখছি আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য- এগুলো গুরুত্বপূর্ণ। আর আমার মনে হয়, বোর্ড তাদের কাজগুলো ভালোভাবেই করছে।