ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ
আবারও সেরা ম্যাগনাস কার্লসন
Published : Saturday, 11 December, 2021 at 12:28 PM
আবারও সেরা ম্যাগনাস কার্লসন৫ম বারের মতো ফিদে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখলেন দাবাড়ু ম্যাগনাস কার্লসন। দীর্ঘসময় ধরে বিশ্বসেরার তকমা ধরে রাখার ক্ষেত্রে রেকর্ড গড়েছেন তিনি।

২০১৩ সালে বিশ্বনাথ আনন্দকে হারিয়ে বিশ্বসেরার শিরোপা নিজের করে নিয়েছিলেন নরওয়ের এ দাবাড়ু। গতকাল শুক্রবার দুবাই রাশিয়ান দাবাড়ু ইয়ান নেপোমনিয়াসচিকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। স্কোরলাইন ছিল ৭.৫:৩.৫।

পঞ্চমবারের মতো জেতার পর ৩১ বছর বয়সী গ্রান্ডমাস্টার ম্যাগনাস বলেন, এখানেই দাবার ক্যারিয়ার শেষ করছি না। এখনো উন্নতি করার সুযোগ আছে। 

ম্যাগনাস আরও জানান, দাবা অসাধারণ খেলা, সবাইকে আমি এ খেলায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।