Published : Wednesday, 8 December, 2021 at 12:00 AM, Update: 08.12.2021 1:04:50 AM

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ জানুয়ারি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন সফল করতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সভাকক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার। সম্মেলন সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করতে ৭ টি উপ কমিটি গঠন করে করে নেতাদের মাঝে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়। এসময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, আবদুল আলিম কাঞ্চন, সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আতিক উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, চিত্তরঞ্জন ভৌমিকসহ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।