ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যুবদল নেতা অন্তর আহমেদ সুমনের পিতার ইন্তেকাল
Published : Wednesday, 8 December, 2021 at 12:00 AM, Update: 08.12.2021 1:04:45 AM
যুবদল নেতা অন্তর আহমেদ সুমনের পিতার ইন্তেকালনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক অন্তর আহমেদ সুমনের পিতা সিদ্দিকুর রহমান মন্টু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভোর ৬টার দিকে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।
অন্তর আহমেদ সুমনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক, বরেণ্য সঙ্গীত শিল্পী আসিফ আকবর, বিএনপি আবদুর রউফ চৌধুরী ফারুক, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোরতাজুল করিম বাদরুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরে মঙ্গবাল বাদ জোহর কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, ভিক্টোরিয়া কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক ভিপি ও মহানগর আওয়ামী লীগ নেতা নূর-উর রহমান মাহমুদ তানিম, বিএনপি নেতা হাজী আব্দুস সালাম মাসুক, কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক ও কুমিল্লা দঃ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক, কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ রাহায়ান আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস পাটোয়ারী, জেলা যুবদলের সহ-সভাপতি কবির হোসেন, সাবেক ছাত্রদল নেতা সাজ্জাতুল কবির সাজ্জাদ, কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মেরাজ, সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফাহিম আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ফুয়াদ আহমেদ, মরহুমের বড় ছেলে নাছির উদ্দিন সেন্টু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার মুসল্লিগণ। জানাজায় ইমামতি করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল মতিন।