ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিজের পোস্টে কমেন্ট করে হাসির পাত্র মুরাদ, উঠছে প্রশ্নও
Published : Tuesday, 7 December, 2021 at 6:46 PM, Update: 07.12.2021 7:01:55 PM
নিজের পোস্টে কমেন্ট করে হাসির পাত্র মুরাদ, উঠছে প্রশ্নওপ্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র জমা দেওয়া প্রতিমন্ত্রী মুরাদ হাসান নিজের পোস্টে নিজেকে আপনি সম্বোধন করে কমেন্ট করে হাসরসের পাত্র হয়েছেন।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এরইমধ্যে ট্রল শুরু হয়েছে।

 
দুপুরের দিকে ‘ক্ষমা’ চেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। এর ঠিক ঘণ্টা তিনেক পর তিনি নিজের পোস্টে নিজেই মন্তব্য লেখেন। তিনি লেখেন, “ভুল করে সবাই নিজের ভুল মেনে নেয়ার সততা দেখায় না। আল্লাহ আপনাকে সঠিকভাবে ফিরিয়ে আনুন সকলের মাঝে”।

এরইমধ্যে তার মন্তব্যে ১১ হাজার হাহা রিয়েক্ট ও দুই হাজারের বেশি রিপ্লাই জমা পড়েছে।

প্রশ্ন উঠেছে, মুরাদ হাসানের পেজটি আসলে কে চালাচ্ছেন।