ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ইসমাইল নয়ন
Published : Tuesday, 7 December, 2021 at 6:42 PM
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তারব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা'র নির্দেশে থানার এসআই মনিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সোমবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে শাম মিয়ার বাড়ীর উঠান থেকে পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার শাম মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (২৪)কে আটক করে। মঙ্গলবার সকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।