ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম
Published : Tuesday, 7 December, 2021 at 12:00 AM, Update: 07.12.2021 12:19:43 AM
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনকুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের অন্তর্ভূক্ত ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৪ ডিসেম্বর এ কমিটি অনুমোদন দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল। ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি করা হয়েছে আনোয়ার হোসেন মিশন (নাইঘর) এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শরীফুল ইসলাম শরীফকে (নগরপাড়)।
কমিটি গঠনের বিষয়টি সোমবার (৬ নভেম্বর) রাতে নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি। তিনি বলেন- কমিটির নেতৃবৃন্দকে দলীয় শৃঙ্খলা মেনে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়েছে।