ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ৭ মাদক ব্যবসায়ী আটক
Published : Sunday, 5 December, 2021 at 12:00 AM, Update: 04.12.2021 11:22:27 PM
কুমিল্লায় ৭ মাদক ব্যবসায়ী আটককুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, নেশাজাতীয় ট্যাবলেটসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এর মধ্যে ৩ ডিসেম্বর বিকালে কুমিল্লা সদর উপজেলার আমতলী ও দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় ১৫ কেজি গাঁজা ও ২৫ হাজার ২০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর গ্রামের মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলাম, জেলার কোতয়ালী থানার বামাইল গ্রামের মোঃ কামাল হোসেন এর ছেলে মোঃ সবুজ মিয়া এবং  একই থানার বড়জালা গ্রামের মোঃ ফারুকে ছেলে মোঃ জাহিদুল হাসান।
এছাড়াও পৃথক আরো দুটি অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল গ্রামের মোঃ আলাল মিয়ার ছেলে হৃদয় হাসান, দাউদকান্দির বিটেশ্বর গ্রামের মনু মিয়ার মেয়ে মোছাঃ রেখা বেগম, বরগুনা সদর উপজেলার চেন্না গ্রামের মোঃ সুলতানের ছেলে আনিসুর রহমান  এবং একই  গ্রামের আবদুস সোবাহান হাওলাদারের ছেলে মোঃ পান্না।