ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার
Published : Sunday, 5 December, 2021 at 12:00 AM, Update: 04.12.2021 11:22:24 PM
দেবিদ্বারে নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধারশাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে ডাক অফিস থেকে মোসলেহ উদ্দিন মুসলু মোল্লা (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় দেবিদ্বার ডাক বিভাগের অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গত দুই বছর ধরে জেলা পরিষদ ডাক বাংলোর সামনে  ডাক বিভাগের অফিসে নৈশপ্রহরীর কাজ করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মোসলেহ উদ্দিন মুসলু মোল্লা দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের মৃত করম আলী মোল্লার ছেলে।
তাঁর স্ত্রী মমতাজ বেগম জানান, প্রতিদিন সকালে ডিউটি শেষে সকাল ৫/৬টার দিকে বাড়ি চলে যায়। শনিবার  সকাল সাড়ে ৯টা বাজলেও বাড়ি না ফেরায় আমি নিজে ডাক অফিসের কক্ষে এসে দেখি দরজা খোলা ভিতরে গিয়ে দেখি বিছানায় উপুর হয়ে আমার স্বামী পড়ে আছে আমি অনেক ডাকাডাকি করলেও কোন সাড়া শব্দ না পেয়ে কয়েকজন লোককে খবর দেই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। যেহেতু দরজা খোলা ছিলো কেউ আমার স্বামীকে মেরে ফেলতে পারে।
মোল্লাবাড়ির বাসিন্দা মো. ইকবাল হোসেন রুবেল জানান, তিনি দীর্ঘ দিন ধরে উপজেলা ডাক বিভাগের অফিসের নৈশপ্রহরীর কাজ করতেন। দিনের বেলায় চেয়ারম্যান বাড়ির সংলগ্নে রোডের মাথায় ধোপার করতেন। শনিবার সকালে অনেক ডাকাডাকির পরেও ঘুম থেকে না ওঠায় স্থানীয় লোকজন তার কক্ষে প্রবেশ করে তার মরদেহ দেখতে পায়। দেবিদ্বার থানা পুলিশের পরিদর্শক মারুফ রহমান বলেন, ‘আমরা ধারণা করছি, তিনি ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাঁর শরীরে কোন আঘাত বা ক্ষতের চিহ্ন  পাওয়া যায়নি। তার পরিবার এসে লাশ শনাক্ত করেছে।  তবুও যেহেতু সরকারি একটি প্রতিষ্ঠানে মারা গেছেন আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।