Published : Sunday, 5 December, 2021 at 12:00 AM, Update: 04.12.2021 11:22:31 PM

রণবীর
ঘোষ কিংকর: চাঁদপুরে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর মৃত্যুর পর
নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের পাশে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল
দত্ত এমপি।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে চান্দিনা পৌরসভাধীন হাসপাতাল
রোডের বেলাশহর এলাকায় নিহত ওই তিন বন্ধুর বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের
প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মরদেহ দ্রুত বাড়ি পৌঁছাতে চাঁদপুরের
হাজীগঞ্জ থানার ওসি’র সাথে কথা বলেন। নিহতের পরিবারের সদস্যদের যে কোন
সমস্যা তাঁকে (এমপি) অবগত করার জন্যও জানান।
শনিবার বিকেলে তিন বন্ধুর
মরদেহ বেলাশহর পৌঁছলে পরিবার ও স্বজনেরদ আর্তনাদে ভারী হয়ে উঠে গোটা এলাকা।
সন্ধ্যায় একসাথে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
এর আগে, শুক্রবার
দুপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে বাস চাপায় নিহত হয়
চান্দিনার বেলাশহর এলাকার তিন বন্ধু মো. মনির হোসেন, সোহাগ আহমেদ ও সুজন
মিয়া।