পীরযাত্রাপুরে দু:স্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
Published : Sunday, 5 December, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ।।
২০২১ সালের ভিশন মিশনকে সামনে রেখে দেশের উন্নয়ন অগ্রগতি সকল ক্ষেত্রে এগিয়ে চলছে। দেশের সকল শ্রেণি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাপক কাজ করছে বতর্মান আওয়ামীলীগ সরকার। মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রান্তিক ও ক্ষুদ্র জনগোষ্ঠীর লোকজন আগের চেয়ে বর্তমানে অনেক স্বচ্ছল জীবন যাপন করছে এবং সরকারের পক্ষ থেকে অনেক সহায়তা পাচ্ছে। শীতার্ত জনগণের দু:খ লাঘব ও দুর্যোগসহ সকল ক্ষেত্রে ভূমিকা রাখছে সরকার। তাই জনগণকে ও সকল ক্ষেত্রে বর্তমান সরকারের সাথে থাকার আহবান জানান। উপরোক্ত কথাগুলো বলেন- কুমিল্লা-(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খাঁন। তিনি গতকাল ৪ ডিসেম্বর বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দু:স্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. জাকির হোসেন জাহেরের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম। বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ভুইয়া, প্যানেল চেয়ারম্যান সুলতান আহাম্মদ মেম্বার, মো. বাহারুল ইসলাম জহির মেম্বার,ফরিদ আহাম্মদ, মো. হাফিজ উদ্দীন মেম্বার, মো. জসিম উদ্দীন মেম্বার, মাহাবুবুর রহমান ভুইয়া মেম্বার, নেয়ামত উল্লাহ মেম্বার, আওয়ামীলীগ নেতা আ: মান্নান, আবুল কাশেম, ইকবাল হোসেন ভুইয়া। যুবলীগ নেতা মো. আবু হাসান ভুইয়া ও দিগন্ত সুমনের পরিচালনায় উপস্থিত ছিলেন সচিব রাজিব আহাম্মদ, যুবলীগ নেতা জসিম উদ্দীন, আরিফ, বিল্লাল হোসেন, কামাল হোসেন, আ: হান্নান, জাহাঙ্গীর আলম, আ: মুমিন, ছাত্রলীগ নেতা ফরহান জাকির সজিব, মো. লিটন, তাজুল ইসলাম, রফিকুল ইসলাম, রিয়াজ, হৃদয়, আরিয়ান রাজিবসহ এলাকার সুধীজনেরা।