ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং বাকশীমূল ইউনিয়নের নৌকার প্রার্থীর পক্ষে গণমিছিল
Published : Sunday, 5 December, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লা বুড়িচং উপজেলার ২ নং বাকশীমুল ইউনিয়ন আওয়ামীলীগ থেকে সম্ভাব্য দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সদস্য সমাজ সেবক মো. রাসেল চৌধুরী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বানে দলীয় মনোনয়ন নৌকা মার্কা প্রাপ্তি ও তার সমর্থনে এলাকার আওয়ামীলীগ ও সুধীজনদের নিয়ে এক গণমিছিল গতকাল ৩ডিসেম্বর রাতে ফকির বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. রাসেল চৌধুরী নেতৃত্বে ওই গণমিছিলটি কুমিল্লা সালদা সড়কের ফকির বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণকরে। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ রিযিক, সফি রেজা চৌধুরী, দাউদুল ইসলাম চৌধুরী, দুলাল হোসেন, বাবুল চৌধুরী, ওয়ার্ড যুবলীগ সভাপতি মাসুক চৌধুরী, ইঞ্জি. পলক, অভি চৌধুরী, মো. হ্নদয়, যুবলীগ নেতা জুয়েল, সম্ভাব্য মেম্বার প্রার্থী কাজী আমিন ও ছাত্রলীগ নেতা হাসিব সহ আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এক বিবৃতিতে বুড়িচং উপজেলা আওয়ামীলীগ নেতা রাসেল চৌধুরী বলেন দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে তিনি নির্বাচন করবেন না হয় যে নৌকা পাবে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে ঐক্যমত পোষণ করে তিনি ওই প্রার্থীর পক্ষে কাজ করে যাবেন।