ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে সাংবাদিক সালামের মৃত্যুতে শোকসভা
Published : Sunday, 5 December, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন, দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক এম.এ সালামের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দাউদকান্দি পৌর প্রেসক্লাবের উদ্যোগে সদ্য প্রয়াত সাংবাদিক সালামের মৃত্যুতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে ভার্চ্যয়ালী যোগ দেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
মো.আলেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দাউদকান্দি উপজেলা প্রেসক্লাব সদস্য সেলিম আহমেদ, দাউদকান্দি পৌর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য লিয়াকত হোসেন, সাবেক সভাপতি লিটন সরকার বাদল, সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ দিদার, সাবেক সভাপতি মো.সাহাবুদ্দিন, কোষাদক্ষ মনির হোসেন, সদস্য সাদ্দাম হোসেন প্রমুখসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ স্মরণসভায় দোয়া পরিচালনা করেন মাওলানা মহসিন। এম এ সালাম বাংলাদেশ সময় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ আলোকিত বাংলাদেশসহ বিভিন্ন পত্রিকায় দক্ষতার সাথে সাংবাদিকতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সাংবাদিক লিটন সরকার বাদল।